দক্ষিণ ইউক্রেনও দখলে নিতে চায় মস্কো

নড়েচড়ে বসেছে মলদোভা

দক্ষিণ ইউক্রেনও দখলে নিতে চায় মস্কো
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ইউক্রেনে হামলার লক্ষ্য সম্পর্কে সম্প্রতি কথা বলেছেন রাশিয়ার জ্যেষ্ঠ মেজর জেনারেল রুস্তম মিনেয়কায়েভ। এরফলেই নড়েচড়ে বসেছে মলদোভা। জানিয়েছে নিজেদের উদ্বেগের কথা।

এ উদ্বেগ থেকে ইতোমধ্যেই দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। সূত্র:বিবিসি।

রুশ কমান্ডারের মন্তব্যের প্রতিক্রিয়ায় মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। দেশটি বলছে, মলদোভা একটি নিরপেক্ষ রাষ্ট্র। এ নীতির প্রতি “অবশ্যই রুশ ফেডারেশনসহ আন্তর্জাতিক শক্তিগুলোকে সম্মান দেখাতে হবে।

এদিকে রুশ কমান্ডারের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি এর আগে অসংখ্যবার বিষয়টি বলেছি। রাশিয়া অন্য দেশও দখল নিতে চায়। ইউক্রেন হামলা সে লক্ষ্যপূরণে চেষ্টার শুরু মাত্র।