ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথমদিনে উপচেপড়া ভিড়

ঈদ উপলক্ষে ৬টি বিশেষ টেন, তবে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে না

ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথমদিনে উপচেপড়া ভিড়
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ সামনে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর। এ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও টিকিট প্রত্যাশীরা ভোর থেকেই ভিড় করেছেন। কাউন্টারে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়।

জানা গেছে কমলাপুরসহ মোট পাঁচ স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয়পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হবে।

রেলওয়ে সূত্রমতে জানা যায়, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

জানা যায়, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩রা মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আজ। সে হিসেবে আজ (২৩ এপ্রিল) দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকি, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের টিকি এবং ২৭ এপ্রিল ১লা মে’র টিকিট বিক্রি করা হবে।