তামিল নাড়ুতে বন্যায় মৃত্যু ৫, ২০টি শহরে রেড এলার্ট
ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫৫০টি ঘর

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ভারতের তামিলনাড়ুতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। রাজ্যের ২০টি শহরে রেড এলার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
তামিলনাড়ুতে টানা বৃষ্টিতে তলিয়ে অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩০টির বেশি ঘর। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৭’শ মানুষকে। পরিস্থিতি মোকবিলায় স্থানীয় সরকার ৪৩০টি সাইরেন টাওয়ার স্থাপন করেছে।
বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরের নিম্নচাপকেই দায়ী করেছে আবওহাওয়াবিদরা।