জেরুজালেম ছাড়লে, মুসলিম দেশের স্বীকৃতি পাবে: ইসরাইলকে সৌদি
শর্ত মানলে শুধু সৌদি নয় ৫৭টি দেশের স্বীকৃতি পাবে ইসরাইল
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ জাতিসংঘের সৌদির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মাউল্লিমি রিয়াদভিত্তিক আরব নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, রিয়াদ শান্তির জন্য আরব উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যেই উদ্যোগে ১৯৬৭ সাল থেকে সমস্ত আরব ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানানো হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বিনিময়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা এই উদ্যোগের উদ্দেশ্য ছিল।
তিনি আরও বলেন, ২০০২ সালে উপস্থাপিত সৌদি শান্তি উদ্যোগের উপাদানগুলো ইসরাইল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গেই আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। একবার বাস্তবায়ন হলে শুধু সৌদি আরব নয় ওআইসি- ভুক্ত ৫৭টি দেশের স্বীকৃতি পাবে ইসরাইল।