এবার বাড়ি ভাড়া বাড়ার পালা

সবকিছুরই তো দাম বাড়ছে, আমার বেতনটা তবে কবে বাড়বে

এবার বাড়ি ভাড়া বাড়ার পালা

নিউজডোর ডেস্ক ♦ করোনা মহামারির কারণে দেশের কোটি কোটি মানুষ তাদের আর্থিক স্বচ্ছলতা হারিয়ে ফেলেছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সীমিত আকারে পরিচালনার জন্য ছাঁটাই করা হয়েছে কর্মী। এতে করে বেকার হয়েছেন লক্ষ্য লক্ষ্য চাকুরীজীবী। দেশের অবস্থায়ও বেড়েই চলেছে সকল জিনিসের দাম।

বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, তেল, চিনি, বিভিন্ন ধরণের সবজি ইত্যাদি। কয়েকদিন আগেই একলাফে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল লিটারে ১৫ টাকা। আন্দোলনে নামল মটর শ্রমিক। তেলের দাম বাড়লেও ভাড়া বাড়ল দেশের সিএনজি গ্যাস চালিত গণপরিবহনসহ সকল গণপরিবহনের।

এবার জেগে উঠল বাড়ি মালিকেরা দেশের সকল পণ্য-দ্রব্য’র অযৌক্তিক দাম বৃদ্ধিকে ঢাল করে তারা বাড়িয়ে দিচ্ছেন বাড়ি ভাড়া।

জানা গেছে, রাজধানীর এক ভাড়াটিয়ার বাসা ভাড়া ছিল মাসিক ১০ হাজার টাকা। সেখানে এখন তাকে বাড়ি ভাড়া গুনতে হচ্ছে ১৫ হাজার টাকা।

রাজধানীর অনেক ভাড়াটিয়া অভিযোগ করে বলেন, দেশে সবকিছুর দাম বাড়ছেই তো বাড়ছে। তবে বাড়ছে না আমাদের আয়। আমাদের উন্নয়ন কি হবে আমরা দিন দিন অবিনতির দিকে এগিয়ে যাচ্ছি।