করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেখল ভারত!

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেখল ভারত!

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে আঘাত হানছে। ভয়ংকর রূপ ধারণ করছে প্রতিদিনই। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন। যা করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ২৪ ঘন্টায় ভারতে ১ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭০৪ জন। করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ‘১ লাখ ৭২ হাজার ৮৫ জনে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকেযুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন।

করোনার ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে ভারতের মহারাষ্ট্রে। সেখানে ১৫ দিনের কারফিউ জারি করা হয়েছে। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা ব্যাপক বেড়েছে বলে জানা যায়।

পশ্চিম বঙ্গে এই করোনাতেই চলছে ভোট। সামাজিক দুরত্ব তো দুরের কথা  সেখানে, মাস্ক পড়ারও কেউ প্রয়োজন বোধ করছেন না। গত সোমবার রাজ্যে সর্বোচ্চ ৪ হাজার ৫১১ জনের আক্রান্তের রেকর্ড হয়েছে।