পশ্চিম বঙ্গের গদিতে হ্যাট্রিকের পথে মমতার তৃণমূল

পশ্চিম বঙ্গের গদিতে হ্যাট্রিকের পথে মমতার তৃণমূল

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে সমানে-সমানে লড়াইয়ের পর তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে এগিয়ে রয়েছে মমতার দল তৃণমূল।

রোববার (২মে) ভারতীয় এক গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৯২টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৬৬টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১২৩টি আসন।

সকাল থেকে এখনও আট দফার নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ভারতীয় সময় সকাল ৮টা থেকে বিধানসভার বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।

ফলাফল ঘোষণা ও পরবর্তী বিজয় উদযাপনেও লাগবে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট। রাজনীতিবিদসহ ভোটগণনা কেন্দ্রে উপস্থিত থাকতেও সাথে রাখেতে হবে এ রিপোর্ট।

সূত্র: সময় নিউজ