গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত

পেঁয়াজের বীজ রপ্তানির বিষয়টিও সীমাবদ্ধ করা হয়েছে

গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ভারতে বেড়েছে গমের দাম তাই দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি নিষিদ্ধ করেছে গম উৎপাদনে বিশ্বের দ্বিতীয়তে থাকা  দেশটি। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে।

সরকারিভাবে বলা হয়, শুধু বিজ্ঞপ্তির আগে ক্রেডিট পত্র জারি করা হয়েছে এমন রপ্তানি চালানোর অনুমতি দেওয়া হবে।

ইউক্রেনে হামলার ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ২০২১ সালের গম রিপ্তানিতে বিশ্বের ষষ্ঠ দেশ হলো ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব ধরণের শস্যের চালান বন্ধ করেছে ইউক্রেন।

শুক্রবার রাতে জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলে, গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়াও পেঁয়াজের বীজ রপ্তানির বিষয়টিও সীমাবদ্ধ করা হয়েছে।