বেতন বোনাস না পেয়ে রাত থেকে কারখানায় অবস্থান

কর্মকর্তারা বেতন বোনাস না দিয়ে একে একে গা ঢাকা দেন

বেতন বোনাস না পেয়ে রাত থেকে কারখানায় অবস্থান

নিউজডোর ডেস্ক ♦ গাজীপুরে জিএম জেসি কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় বেতন বোনাসের দাবিতে শনিবার থেকে অবস্থান করছেন শ্রমিকেরা। কারাখানার ভিতরেই শ্রমিকেরা পানি বিস্কুট খেয়ে ইফতার ও সেহরি সেরেছেন তাঁরা।

রোববার (১লা মে) দুপুর ২ টা পর্যন্তও তাঁরা সেখানে অবস্থান করছেন। খবর: প্রথম আলোর।

শ্রমিকরা জানিয়েছেন, গতকাল দুপুরের পর বেতন বোনাস দেওয়ার কথা ছিল। আমরা আনন্দেই গতকাল কাজে দেই। আমরা বাড় ফিরব, এমন আনন্দ উদ্দীপনা কাজ করছিলো আমাদের মাঝে। তবে কিছু বুঝে ওঠার আগেই কারখানার কর্মকর্তারা বেতন বোনাস না দিয়ে একে একে গা ঢাকা দেন। দুপুরের পর যখন শ্রমিকেরা বেতন-বোনাস নেওয়ার অপেক্ষা করছে। তখন তাঁরা জানতে পারেন, তাদের বেতন বোনাস দেবেন এমন কোনো কর্মকর্তাদের কেউই নেই। উক্ত কারখানায় শ্রমিকের সংখ্যা ৮৫০ জন।

গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার জাকির হাসান গণমাধ্যমকে জানান, আমরা মালিককে খুজছি। কারখানা- সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে বেতনের ব্যবস্থা করা যাবে।