ভারতে একদিনে আক্রান্ত ২ লাখ ছাড়াল
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বের দ্বিতীয়স্থানে অবস্থান করছে ভারত। করোনা দ্বিতীয় ঢেউও ব্যাপক বিস্তার লাভ করেছে। ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে এ ভারাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১ হাজারেরও বেশি মানুষ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য প্রকাশ করে।
ভারতে এপর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়াল। মৃত্যু বেড়ে দাড়িয়েছে এ লাখ ৭৩ হাজার ১২৩ জনে।
আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতে অবস্থান। তৃতীয়তে অবস্থান করছে ব্রাজিল।
প্রতিদিনই করোনা আক্রান্তের রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও করোনাকালীন পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন। নির্বাচনে সামাজিক দুরত্ব তো দুরের কথা মাস্ক পড়া নিয়েই গুরুত্ব দিচ্ছে না স্থানীয় জনসাধারণ।