ফিলিস্তিনিরাই চুড়ান্তভাবে জয়লাভ করবে: খামেনি
ফিলিস্তিনে যা ঘটছে তা ইসলামী শক্তির বহিঃপ্রকাশ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনিদের শুরু করা সংগ্রাম এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনিরা পূর্ণ বিজয় অর্জন করবে।
নাইজেরিয়ার সংগ্রামী আলেম হুজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে যা ঘটছে, বিশেষ করে বোমার আঘাতে পুরুষ ও শিশুদের হত্যা, তা মানুষের হৃদয়ে মারাত্মক আঘাত করছে। ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এখন মুসলিম বিশ্বের দায়িত্ব।