খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা না হলে মাশুল গুনতে হবে সরকারকে

রংপুরে বিএনপি’র গণঅনশন কর্মসূচি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা না হলে মাশুল গুনতে হবে সরকারকে
স্টাফ রিপোর্টার ♦ বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও তার মুক্তির দাবীতে রংপুরে গণঅনশন কর্মসূচী পালন করেছে বিএনপি।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচীতে জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, আফছার আলী, রেজেকা সুলতানা ফেন্সি, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, আওয়ামী লীগ সরকার দেশে দমন-পীড়নের রাজনীতি শুরু করেছে। দ্রব্যমূল্যে দাম নাগালের বাহিরে চলে গেছে। তাদের শোষন ও অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনে সাধারণ মানুষ বিএনপি’র সাথে আন্দোলনে রাজপথে নেমেছে। এ আন্দোলনের ঢেউয়ে আওয়ামী লীগ সরকার ভেসে যাবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গুরুতর। তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। অথচ আওয়ামী লীগের নেতারা, হত্যা মামলার আসামী, রাঘব বোয়ালরা নিয়মিত বিদেশে চিকিৎসার জন্য যেতে পারছেন। এক দেশে দুই আইন চলতে পারে না। এমন অন্যায়ের কারণে সরকারকে মাশুল গুনতে হবে।