রংপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২

রংপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২


স্টাফ রিপোর্টার, রংপুর থেকে:
রংপুরে র‌্যাবের অভিযানে প্রায় ১ হাজার ৪৯৪ বোতল ফেন্সিডিল দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ মে) র‌্যাবের উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য সাংবাদিকদের জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে জেলার গঙ্গাচড়া উপজেলার জমচওড়া এলাকায় একটি বাড়িতে এ অযিান পরিচালনা করে ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩৫) ও আব্দুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী  মোস্তাকিম মিয়া লিটন (২৯) কে গ্রেফতার করা হয়।
র‌্যাবের উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে গঙ্গাচড়ার জমচওড়া এলাকার সোনা মিয়া ও মোস্তাকিম মিয়া লিটন তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করে মাদক ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা করেছে এবং আসামীদের থানায় হস্তান্তর করেছে।###