রংপুরে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে জ্যাঠাতো ভাই খুন

রংপুরে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে জ্যাঠাতো ভাই খুন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্যাঠাতো বড় ভাই ইমদাদুল হকের (৪৮) মৃত্যু হয়েছে। ইমদাদুল পীরগাছা উপজেলার গঙ্গা নারায়ন গ্রামের মৃত নজ্জম আলী ছেলে। এ ঘটনায় রবিবার (২৬ মে) পীরগাছা থানা পুলিশ লিপি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গঙ্গানারায়ন গ্রামের ইমদাদুল হকের পরিবারের সাথে পাশর্^বর্তী হাসনা গ্রামের জাহেদুল ইসলাম (৪০) ও রফিজুল ইসলাম বুদার পরিবারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাহেদুল ও রফিজুলের লোকজন নিয়ে জ্যাঠাতো ভাই ইমদাদুল হকের বাড়িতে হামলা
চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে জাহেদুল ইসলাম ও তার বড় ভাই জাফর ইকবাল জ্যাঠাতো ভাই ইমদাদুল হকের মাথা ও ডান চোখ ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাত্ব করে। তাৎক্ষনিক ইমদাদুলকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদুল হক মারা যান। নিহতের ছোট ভাই আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে ৯ জনকে আসামী করে পীরগাছা থানায় একটি মামলা করেছি। আমি আমার ভাইকে
হত্যাকারীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, পীরগাছা থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ এজাহার নামীয় লিপি বেগমকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।###