আ.লীগ সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার ♦ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলে সবাই সচেতন হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। আপনার প্রস্তুতি নিয়ে মাঠে নেমে যান। বিগত ১৪ বছরে আমরা কি করেছি তা সবাইকে জানিয়ে দিন। শনিবার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এজন্য সবাইকে নির্বাচনী কাজ করার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পীরগাছা ও কাউনিয়া উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। এজন্য নেতাকর্মীদের অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।