রংপুরে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতি অলিম্পিয়াড

রংপুরে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতি অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার ♦ আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে রুখতে রংপুরে রংপুরে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতি অলিম্পিয়াড হয়েছে। শনিবার দুপুরে টাউন হল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ’র সভাপতিত্বে আয়োজনে অতিথিদের বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক মেরিনা লাভলী, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী ও বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ। আয়োজনে বক্তারা বলেন, অপসংস্কৃতি ছড়ানোর করণে আজ আমাদের সংস্কৃতি হুমকির মুখে। আজ তরুনরা কেউই রবীন্দ্র সংগীত, নজরুল গীতি চর্চা করে না। সংস্কৃতির নামে পশ্চিমাদের অনুসরন করছে তরুন সমাজ। ফলে বিলুপ্তির পথে রয়েছে বাঙালি সংস্কৃতি। তবে এদেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নিজের দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। তারুণ্যের সমাহার সংগঠনের উদ্যোগে অলিম্পিয়াডে তৃতীয় থেকে দশম শ্রেনির শিক্ষার্থীদের দুটি বিভাগে ভাগ করে সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও মেডেল তুলে দেয়া হয়। এর আগে বৃক্ষরোপন করে অনুষ্ঠানটির সূচনা করা হয়।