বাংলাদেশে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিশেষ দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

সোমবার ( অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পররাষ্ট্র দপ্তর পিটার হাসের বিবৃতিকে সমর্থন করে কিনা জানতে চাইলে মুখপাত্র মূলত এড়িয়ে যান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিশেষ গোষ্ঠীকে সমর্থন করে না।