রংপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে কোরবানির হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে মো: এনামুল হক (৪৫)কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৫ জুন) বিকেলে জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধা।
জানা যায়, সরকারি বিধি অমান্য করে বেতগাড়ী হাটে প্রতি গরুর ৫’শ টাকার বদলে দেড় হাজার টাকা ও ছাগলের ১৫০ টাকা নেয়ার বদলে ৫’শ টাকা হাসিল আদায় করছিল হাটের ইজারাদার। সরকারি বিধি মোতাবেক টোল হাসিল আদায় না করে অতিরিক্ত হাসিল আদায় ও হাসিল আদায় মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ইজারাদারের প্রতিনিধি স্থানীয় বাসিন্দা মো: এনামুল হক (৪৫) কে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধা বলেন, কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ই যাতে হয়রানির শিকার না হয়, এজন্য জেলা প্রশাসন থেকে জেলার বিভিন্ন কোরবানির হাটে এরকম অভিযান পরিচালনা করা হয়েছে। জনসেবায় এরকম অভিযান চলমান থাকবে।