বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু

সবুজ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি

বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করল জার্মানি। বুধবার (২৪ আগস্ট) জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ট্রেনটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন জ্বালানির ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বিষয়টিকে সবুজ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানী চাহিদার পরিপ্রেক্ষিতে এই ট্রেন দেশের যোগাযোগ খাতে বড় ধরণের ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস জার্মান সরকারের।

ফরাসি প্রতিষ্ঠান আলস্তম এমন ১৪টি ট্রেন প্রস্তুত করেছে। এই ট্রেনগুলো জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশে ব্যবহার করা হবে। ট্রেনগুলো প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।