তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে

রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর রাশিয়ার এক টিভি সঞ্চালক এ কথা বলেছেন

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে

নিউজডোর ডেস্ক ♦ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর রাশিয়ার এক টিভি সঞ্চালক বলেছেন, ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।

শনিবার (১৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি খবরে বলা হয়, ওয়ান নামের রাশিয়ান একটি টেলিভিশন চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপক ওগলা স্কাবেয়েভা বলেন, ‘ ঘটনার তীব্রতায় এক তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত।

উপস্থাপক ওগলা আরও বলেন, ‘ আমরা এখন ন্যাটোর অবকাঠামোর সঙ্গে যুদ্ধ করছি, ন্যাটোর সঙ্গে নয়।’ অনুষ্ঠানে এক দর্শক ইউক্রেন-রাশিয়ার বর্তমান অবস্থাকে যুদ্ধ বললে তাকে বক্তব্য সংশোধন করে রাশিয়ার সামরিক অভিযান বলতে বলা হয়।