হামাসের হামলায় ইসরায়েলে নিহত ৫’শ
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে ৫’শ জন নিহত হয়েছে এবং আহত হগয়েছে কমপক্ষে ২ হাজার জন। রোববার (৮ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল-আকসা মসজিদ এবং অবৈধ বসতিতে হামলার প্রতিক্রিয়ায়, হামাস শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালায়। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে হামাস। গ্রুপটি অভিযানের নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা স্টর্ম'।
প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনী প্রথমে ২৬ সেনা নিহত হওয়ার খবর জানায়। তবে, ইসরায়েলি সরকারের একটি সূত্র রবিবার বলেছে যে তাদের ৪৪ সৈন্য এবং৩০ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য এই হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।