টিকটক নিষেধাজ্ঞা তুলে দিলেন বাইডেন

টিকটক নিষেধাজ্ঞা তুলে দিলেন বাইডেন

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ টিকটক এবং উইচ্যাট হলো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম অ্যাপস। এই অ্যাপস দুটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞা তুলে দিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা ধারাবাহিক আইনী চ্যালেঞ্জের মুখে পড়ে এবং তা কখনই বাস্তবে প্রয়োগ করা হয়নি। কারণ, তিনি এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন ক্ষমতার মেয়াদের একদম শেষভাগে।

ট্রাম্পের এই নির্দেশ বাতিল করে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এসব অ্যাপস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না তা পরীক্ষা করা উচিত তথ্য প্রমাণের ভিত্তিতে। খবর:বিবিসি। এতে বলা হয়েছে  ভিডিও ভিত্তিক অ্যাপস টিকটক হলো চীনের বাইটড্যান্স নামক এতক প্রতিষ্ঠানের মালিকানাধীন।