জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ধারণ করা কিশোরীকে পুলিৎজার প্রদান

জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ধারণ করা কিশোরীকে  পুলিৎজার  প্রদান

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত বছরের মে মাসে দেশটির সাদা চামড়ার পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিনের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। আর তারই ভিডিও ধারণ করায় ডারনেলা ফ্রেজিয়ার নামে এক কিশোরীকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। খবর:বিবিসি

পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিন কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েডকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। এ সময় একজন পথচারী (ডারনেলা ফ্রেজিয়ার)এ ঘটনাটির ভিডিও ধারণ করেন। তার এ ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটির কারণে ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দায়ে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত।

ওই কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার এ সাহসকিতার জন্য তাকে পুলিৎজার পুরস্কার প্রদান করেছে। বিশেষ ভিাগের তাকে এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার এ পুরস্কার ঘোষণা করা হয়।