কুটনীতিকদের আনতে মার্কিন সেনারা কাবুলে

রোববার সন্ধ্যার মধ্যে দুটি মেরিন যাবে কাবুল

কুটনীতিকদের আনতে মার্কিন সেনারা কাবুলে
ছবি: সংগৃহীত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ কুটনীতিক এবং যুক্তরাষ্ট্রের অন্য নাগরিক আনতে সাহায্য করার জন্য প্রথম মার্কিন সেনাদল আফগানিস্তানে গিয়েছে। শনিবার (১৪ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রোববার সন্ধ্যার মধ্যে দুটি মেরিন এবং একটি পদাতিক ব্যাটালিয়ন কাবুলে পৌছাবে যেখানে প্রায় তিন হাজার সৈন্য থাকবে।

পেন্টাগনের আশঙ্কা কয়েকদিনের মধ্যে রাজধানী কাবুল তালেবানের দখলে চলে যাবে। ফলে যুক্তরাষ্ট্র প্রতিদিন হাজারের বেশি মানুষকে বিমানে কাবুলের বাইরে নিয়ে আসতে চায়।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা (মার্কিন সেনাদল) পৌছেছে এবং আগামীকাল (রোববার) পর্যন্ত তাদের যাত্রা অব্যাহত থাকবে। খবর: বিবিসি’র