সহপাঠীদের দিয়ে মুসলিম ছাত্রকে নির্যাতন, স্কুল বন্ধ ঘোষণা

সহপাঠীদের দিয়ে মুসলিম ছাত্রকে নির্যাতন, স্কুল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম শিক্ষার্থীকে তার সহপাঠীরা থাপ্পড় মারার পর স্কুল বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে বন্ধের কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আশেপাশের বিদ্যালয়ে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। এতে শিক্ষা বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করবেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) উত্তরপ্রদেশের মুজাফফরনগরের নেহা পাবলিক স্কুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা ক্লাসে তার চেয়ারে বসে আছেন। একজন ছাত্র তার ডেস্কের ডান পাশে দাঁড়িয়ে আছে। শিক্ষক ক্লাসের অন্যান্য ছাত্রদের ছাত্রকে চড় মারার নির্দেশ দেন। আর একে একে ছাত্ররা তার গালে চড় মারছে।

সময় ওই শিক্ষার্থীর চোখে পানি দেখা যায়। এখানেই শেষ নয়, ছাত্রকে টার্গেট করে ইসলাম বিরোধী মন্তব্যও শোনা যাচ্ছে। শিক্ষক বলেন, আমি জানিয়েছি সব মুসলিম শিশুদের স্কুল ছাড়তে হবে।