তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে: এনআরএফ
আফগানে ন্যায় বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানের পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার যে দাবি তালেবান করছে, তা অস্বীকার করেছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট (এরআরএফ)। তারা বলছে, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে।
টুইটের মাধ্যমে এনআরএফ জানায়, যোদ্ধারা এখনও উপত্যকা জুড়ে “কৌশলগত অবস্থানে” রয়েছে এবং তারা লড়াই চালিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি
টুইটে এনআরএফ বলেছে, আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান এবং তার সহযোগীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।