ভিয়েতনামে করোনার হাইব্রিড ধরন শনাক্ত

ভিয়েতনামে করোনার হাইব্রিড ধরন শনাক্ত

নিউজডোর ডেস্ক ♦ ভিয়েতনামে করোনাভাইরাসের নতুন একটি ধরনের উপস্থিতি পাওয়া গেছে। ভাইরাসের ধরণটি ভারত ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরণের হাইব্রিড বা মিশ্রণ।

নতুন এই ধরণটি বাতাসে দ্রুত ছড়ায় উল্লেখ করে শনিবার (৩০মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী থানহ লং বলেন, নতুন শনাক্তের ধরণটির জিনোম সিকুয়েন্স করে দেখা গেছে, এটি ভারত ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরন দুটির মিশ্রণ। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে এটি ভারতে প্রথম শনাক্ত ধরনের বিবর্তন, যার উৎপত্তি মূলত যুক্তরাজ্যের ধরন থেকে।

এ বিষয়ে ভিয়েতনামের পক্ষ তেকে দ্রুতই বিশ্বকে জানানো হবে বলে জানান দেশটির মন্ত্রী।

করোনা ভাইরাসের নতুন ধরণটি পরীক্ষা করে দেখা গেছে, আগের জানা ধরণগুলোর চেয়ে আরও বেশি সংক্রামক এবং ভাইরাসটি খুব দ্রুত নিজের প্রতিরূপ জন্ম দিতে পারে।

ভিয়েতনামের সরকারি হিসেব মতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৬৯ জন। যাদের মধ্যে মারা গেছেন ৪৭ জন।