আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে নিহত-৩
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবান বিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় অনন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত জালালাবাদ। এখানে একটি চত্ত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।
ক্ষমতা দখলের পরপরই তালেবানের পক্ষ থেকে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়। তালেবান জানায়, পুরোনো কোনও শত্রুর প্রতি প্রতিশোধ নেবে না তারা; রক্ষা করা হবে নারী অধিকারও। তবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় তালেবানের অবস্থান আবারও স্পষ্ট হলো।