প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যগের দাবিতে রাজধানী কলম্বোতে অব্যাহত রয়েছে বিক্ষোভ।

বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট বা তার পরিবারের কেউই দেশকে গভীর অর্থনৈতিক সঙ্কট থেকে টেনে তুলতে সক্ষম হবেন- এটা আমরা বিশ্বাস করিনা।

শনিবার কলম্বোতে ওয়াটারফ্রন্ট গ্যালে ফেস গ্রিনের সামনে প্রথমবারের মতো ছাত্র, শিক্ষক, আইনজীবী, অভিনেতা ও ভাস্কররা একত্রিত হন। তারা একসঙ্গে স্লোগান দেন ‘ম্যাডম্যান গোটা’ এবং ‘ গো হোম গোটা’। প্রেসিডেন্টের ডাকনাম ‘গোটা’ ব্যবহার করে তারা এই স্লোগান তৈরি করে।

এসময় তারা শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে বিক্ষোভ করেন।

২৯ বছর বয়সী বৃদদ্ধি করুণারত্ন বলেন, এটা হলো জীবন-মৃত্যুর মধ্যে একটিকে বেছে নেয়ার মুহুর্ত। প্রথমবারের মতো সব রাজনৈতিক ও সামাজিক বিশ্বাসের মানুষেরা একত্রত হয়েছেন। আপোস নয় এমন প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।