বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ পৃথিবীতে বসবাসের জন্য অযোগ্য শহরের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাসযোগ্যতা নির্ণয়ে বৃধবার প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে পৃথিবীর ১৪০টি শহরের মধ্যে ১৩৭ তম স্থান ঢাকার দখলে।

ইকোনমিস্ট গত বছর বসবাসযোগ্য শহরের যে তালিকা করেছির তা বাতিল হয়। ২০১৯সালের তালিকা অনুসারে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থান অর্থ্যাৎ ১৩৮তম ছিল ঢাকা। এবছর একটু উন্নতি হয়ে চতুর্থ স্থানে রয়েছে।

এ তালিকায় বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।

বসবাসঅযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে, সিরিয়ার দামেস্ক। এরপর রয়েছে নাইজেরিয়ার লাগোস। তৃতীয় অবস্থানে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি। এছাড়া ১৩৬ তম স্থানে।