কাবুলে মার্কিন ড্রোন হামলা, একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯
আমরা আইএসের সাথে জড়িত নই, সাধারণ পরিবারের সদস্য আমরা

নিউজডোর ডেস্ক ♦ আফগানিস্তানের কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানে কাজ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন’র এক সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিদের এক স্বজন।
এ হামলার পর রোববার মার্কিরন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে। এ কারণে আত্মরক্ষার্থে ওই ড্রোন হামলা চালানো হয়।
জানা যায় এই হামলায় নিহত ৯ জনের মধ্যে ২ বছরের শিশুও রয়েছে। হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেন, আমরা খুবই সাধারণ পরিবারের সদস্য। আমরা কেউই আইএসের সাথে জড়িত নই। যেখানে হামলা চালানো হয়েছে সেটা একটি বাড়ি। যেখানে আমার ভাই পরিবার নিয়ে থাকত। খবর: সিএনএন