করোনার উৎপত্তি বাংলাদেশ বা ভারতে দাবি চীনা বিজ্ঞানীদের

করোনার উৎপত্তি বাংলাদেশ বা ভারতে দাবি চীনা বিজ্ঞানীদের

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ চীনা বিজ্ঞানীদের দাবি করোনা এসেছে ভারত বা বাংলাদেশ থেকে! বিষয়ে সারাবিশ্বের সকল বিজ্ঞানীদের মাঝে কোনও সন্দেহ নেই যে করোনা এসেছে চীনের উহান শহর থেকে। যার ফলে চীনা বিজ্ঞানীদের এমন দাবিকে উদ্ভট মনে হতেই পারে।

ধারণা করা হচ্ছে নিজেদের বিরুদ্ধে উঠা কলঙ্ক অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার জন্য এরকম দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।  

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা সান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে করোনা এসেছে  ভারত বা বাংলাদেশ থেকে, এমন দাবি করে চীনা বিজ্ঞানীরা নিজেদের শহর উহানের বিরুদ্ধে উঠা অভিযোগ স্থানান্তরের চেষ্টা করছেন

গবেষকরা লিখেছেন: "আমাদের ফলাফল দেখায় যে উহান সেই জায়গা নয় যেখানে মানুষ থেকে মানুষে SARS-CoV-2 সংক্রমণ প্রথম ঘটেছিল"

এতে আরও বলা হয়, প্রথম প্রাদুর্ভাবের ক্ষেত্রটির মধ্যে সবচেয়ে বড় জিনগত বৈচিত্র্য থাকতে হবে - যেমন ভারত এবং বাংলাদেশের শহরগুলো