কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ল্যাপটপ বিতরণ
ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ল্যাপটপ যথাযথ ব্যবহার করার আহবান

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো: জাফর আলী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল।
এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মাঃ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন ল্যাপটপ প্রতিষ্ঠানে নিয়ে ফেলে না রেখে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ল্যাপটপ যথাযথ ব্যবহার করার আহবান জানান।