দিনাজপুরে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

দিনাজপুরে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধন
শ্রী শ্রী কান্তজীউ মন্দির

মো. আরমান হোসেন ♦ দিনাজপুরে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

যারা ধর্ম নিরপেক্ষ চেতনায় বিশ্বাস করে না, তারা বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করে না উল্লেখ করে সংসদ সদস্য গোপাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি মানুষ নিশ্চিন্তে ধর্ম পালন করছে। রাস শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। এই ঐতিহ্যকে যারা আঘাত করতে চায়, তাদেরকে সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষ সম্মিলিতভাবে সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিনষ্টকারীরা যতই বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডিসি রায়। বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল েইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান প্রমুখ।