লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ

নিউজডোর ডেস্ক ♦ করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের চলমান লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ। রোববার (৩০মে) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। খবর: কালে কণ্ঠর

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অন্তত আরও দু সপ্তাহ চলমান বিধি-নিষেধ বহাল রাখাই উত্তম। তবে প্রাথমিকভাবে এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আসছে।

পূর্ব ঘোষণানুযায়ী, চলমান সীমিত পর্যায়ের লকডাউন আজ রোববার রাত ১২টায় শেষ হচ্ছে।

দেশে গত ৮ মার্চ করোনার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে সারাদেশ লকডাউন ঘোষণা করা হয়। করোনার সংক্রমণ কমে যাওয়ায় সারাদেশে খুলে দেওয়া হয় লকডাউন। এসময় জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার বা্লাই না থাকায় আবারও বাড়তে শুরু করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরে দেশে আবারও জকঠোর লকডাউন এবং পরে সীমিত লকডাউন ঘোষণা করা হয়।