লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

নিউজডোর ডেস্ক ♦ করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশে চলমান লকডাউন বাড়ানো হলো আগামী ১৫ জুলাই পর্যন্ত। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  

আগের ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন শেষ হতো বুধবার মধ্যরাতে। তবে প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন বাড়লো ১৫ জুলাই পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল সরকারি-বেসরকারি, শায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টারসহ জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

গণপরিবহন চলাচলে আগের নিয়ম স্থীর রয়েছে।