দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন

দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেওয়া হয়।

এসময় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আগামী তিন বছর সেনাবাহিনীকে নেতৃত্ব দিবেন জেনারেল শফিউদ্দিন।

এর আগে গত ১০ জুন এস এম শফিউদ্দিন আহমেদকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জনোরেল পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশ জারি করা ওই প্রজ্ঞাপনে তাকে সেনাবাহিনীর নতুন জেনারেল হিসেবে ঘোষণা করা হয়।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবারই অবসরে গেছেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করেন।