সিলেটে ভূমিকম্প: হেলে পড়েছে দুটি ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা

সিলেটে ভূমিকম্প: হেলে পড়েছে দুটি ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিউজডোর ডেস্ক ♦ সিলেটে গতকাল ছয়বার ভূমিকম্প অনুভূত হওয়ার পরেও আজ ভোরেও ভুমিকম্প অনুভূত হয় জেলাটিতে। আর পর পর হওয়া এই ভূমিকম্পে হেলে পড়েছে সিলেটের ২টি ভবন। ভবন দুটি হেলে পড়ার কারণে ওই ভবনের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন।

শনিবার (২৯মে) মেয়র আরিফুল হক চৌধুরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্দেশ দেন।

জানা গেছে ভূমিকম্টের কারণে ৬ তলা ভবন দুটি একে অপরের দিকে অন্তত ২ ফুট হেলে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের পাঠানটুলার দর্জিপাড়ার মোহনা আবাসিক এলাকার বিওসি ব্লকের পাশাপাশি থাকা ছয় তলা ভবন প্রায় দু’ফিট হেলে পড়ে। তবে- এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

সিটি কর্পোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।