এ সঙ্কট পরিস্থিতিতে রাশিয়ার তেল পেল শ্রীলঙ্কা
দেশের একমাত্র তেল শোষনাগারটি ফের চালু করা সহজ হবে
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ রুশ অপরিশোধিত তেলের চালানটি মাসখানেকের বেশি সময় ধরে সমুদ্র উপকূলে অপেক্ষায় ছিল। অর্থ পরিশোধ করতে না পারায় তারা এতদিন তেলের চালানটি গ্রহণ করতে পারেনি। এদিকে রুশ তেলের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর: আল জাজিরার।
শনিবার (২৮ মে) শ্রীলঙ্কার বিদ্যৃৎ ও জ্বালানী মন্ত্রী কাঞ্চন উইকেসেকেরা বলেন, অপরিশোধিত তেল ও জ্বালানী পণ্য আমদানিতে সহায়তার জন্য আমরা রাশিয়াসহ বিভিন্ন দেশের দারস্থ হয়েছি। রুশ তেলের এ চালানের জন্য শ্রীলঙ্কাকে সাত কোটি ২৬ লাখ ডলার পরিশোধ করতে হবে।
দুবাইভিত্তিক কোরাল এনার্জির মাধ্যমে ৯০ হাজার টন তেলের ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে দেশের একমাত্র তেল শোষনাগারটি ফের চালু করা সহজ হবে বলে মন্তব্য করেন দেশটির জ্বালানী মন্ত্রী কাঞ্চন উইকেসেকেরা।