তারেকের বক্তব্য মুছতে হাইকোর্টের নির্দেশ

তারেকের বক্তব্য মুছতে হাইকোর্টের নির্দেশ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইতোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এদিকে রুলের শুনানি করা বিচারপতিদের বিরুদ্ধে বিএনপিপন্থী আইনজীবীরা অনাস্থা প্রকাশ করেছেন।

এর আগে সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য ফেসবুক ইউটিউব থেকে মুছে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। একইসঙ্গে তার বক্তব্য সম্প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে নির্দেশনা চাওয়া হয়।

আবেদন করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির এই নেতার বক্তব্য নিষিদ্ধকরণ সংক্রান্ত রুলের সম্পূরক আবেদন করা হয়।