বিআরটিএ অফিস থেকে দালাল চক্রের ৬ সদস্য আটক
স্টাফ রিপোর্টার ♦ দালাল চক্রের উৎপাতে রংপুরের সরকারী দপ্তরগুলোতে সেবাগ্রহণে হয়রানীর শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। টাকা ছাড়া সেবা পাওয়া যায় না এমন অভিযোগের প্রেক্ষিতে দালাল চক্রকে নির্মূল করতে অভিযান শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রোববার সকালে গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারী কর্মকর্তাদের সাথে বিভিন্ন ডেস্কে বসে গ্রাহক হয়রানিসহ দালালির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ৬ সদ্যস্যকে হাতে নাতে আটক করা হয়।
এরা হলেন, কাছনা এলাকার মৃত শমসের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০), বাহার কাছনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রশিদ (৩১), কেরানীপাড়া এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে লিটন সরকার (৪০), একই এলাকার মৃত মেনহাজ উদ্দীনের ছেলে রিজাউল করিম রাজু (৫০),কামারপাড়া এলাকার আবু হানিফের ছেলে মোঃ হুমায়ন কবির (৩৮), ও মেডিকেল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৩১)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটর ও ড্রাইভিং রেজিষ্ট্রেশন করতে আসা আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারী অফিসের ডেস্কে বসে কাজ করাসহ তারা অবৈধ ভাবে টাকা দাবি করতো। সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকদের কাছ থেকে দালালদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে গোপন অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।