’সাধারণ ক্ষমা’ ঘোষণা করল তালেবান
যারা বিরুদ্ধে ছিল তাদের জন্যও আফগানিস্তানের দরজা খোলা থাকবে
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমাে’ ঘোষণা করেছে তালেবান যোদ্ধারা।
তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে বলেন, ইসলামী ইমারত আফগানিস্তানের দরজা ওই ব্যক্তিদের জন্যও উন্মুক্ত থাকবে যারা আমাদের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করেছে।
সুহাইল শাহিন আরও বলেন, কাবুলে দুর্নীতিগ্রস্থ সরকারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের জন্যও ইসলামী ইমারত আফগানিস্তানের সব দরজা খোলা থাকবে।