জাতীয় শোক দিবস পালন করল রংপুর

"বঙ্গবন্ধু ম্যুরাল"- এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা

জাতীয় শোক দিবস পালন করল রংপুর

স্টাফ রিপোর্টার ♦ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রংপুর।  সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত "বঙ্গবন্ধু ম্যুরাল"- শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

সময় পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য্যসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ জনগণ স্বাস্থ্যবিধি মেনে "বঙ্গবন্ধু ম্যুরালে" শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।