সেজান কারখানায় অগ্নিকাণ্ড: রংপুরে বামজোটের বিক্ষোভ

মালিক এবং কারখানা পরিদর্শকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সেজান কারখানায় অগ্নিকাণ্ড: রংপুরে বামজোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ♦ নারায়নগঞ্জের রূপগঞ্জে সেজান কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ,আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং মালিক এবং কারখানা পরিদর্শকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

রংপুর প্রেসক্লাব চত্তরে আজ ১১জুলাই সকাল সাড়ে ১১টায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহŸায়ক কমরেড আব্দুল কুদ্দুস,সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাতুজ্জামান রাতুল, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন মালিকের অতি মুনাফার লালসা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে  সরকারের ব্যর্থতার কারণে ৫৩ জন শ্রমিককে আগুনে পুড়ে মরতে হলো।আহত হলো শত শত।বক্তারা আরও বলেন বিচারের নামে প্রহসন নয়,দায়ী সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ,আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন  নিশ্চিত  করতে হবে।