পাটগ্রামে বিশালাকার অজগর সাপ উদ্ধার
নিউজডোর ডেস্ক ♦ একটি বিশালাকার অজগর সাপ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এলাকাবাসী উদ্ধার করেছে। রোববার(২৩মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের এক ভুট্টাক্ষেত ঘেরার জালে আটকা পড়ে সাপটি।
এলাকাবাসীসূত্রে জানা যায়, এলাকার মো. লুতু মিয়া ভুট্টা ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে গেলে দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। অজগর দেখে চিৎকার শুরু করেন লুতু মিয়া। চিৎকার শুনে ছুটে যান আশেপাশের মানুষ। পরে সাপটিকে আটক করে খাঁচায় বন্দি করা হয়।
সাপটির দৈর্ঘ্য ৫-৬ফিট ও ওজন প্রায় ৭-৮ কেজি হবে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের অফিসের কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
পরে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর করেন।