টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন রিয়াদ

হারারে টেস্ট ছিল রিয়াদের ৫০তম টেস্ট

টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন রিয়াদ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ক্রিকেটের টেস্ট ফরম্যাটকে বিদায় বলছেন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠের নামার আগে সতূর্থরা গার্ড অব অনার দিয়েছেন রিয়াদকে। যদিও নিজে এখনও ঘোষণা দেননি, তবে গার্ড অব অনার এবং পরবর্তীতে টেলিভিশন সম্প্রচারেও রিয়াদের অবসরের কথা নিশ্চিত করেন ধারাভাষ্যরা।

হারারে টেস্টের তৃতীয়দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে রিয়াদ তার অবসরের কথা সতীর্থদের জানান।

এ বিষয়ে রিয়াদ কিংবা বিসিবির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

২০২০ সালের ফ্রেবুয়ারি মাসের পর দীর্ঘ ১৭ মাস পর টেস্ট দলে ফিরেছিলেন রিয়াদ। তবে এখানেই রিয়াদ টেস্টকে বিদায় জানাবেন তা কল্পনাও করতে পারেননি তার ভক্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট হয়েই চলেছে। ভক্তরা মেনে নিতে পারছেন না রিয়াদের অবসরের ঘোষণা।

জাতীয় দলের হয়ে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ফরম্যাটে পা রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই হারারে টেস্ট ছিল রিয়াদের ৫০তম টেস্ট। ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে তিনি করেছেন ২ হাজার ৯১৪ রান। করেছেন ৫টি সেঞ্চুরী এবং হাত ঘুরিয়ে নিয়েছেন ৪৩টি উইকেটও।