গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স কল্যাণ ক্লাব হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ প্রমুখ।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দিবস দুটি উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।