গঙ্গাচড়ায় কাগজে-কলমে চারা রোপণ, বাস্তবে নেই অস্তিত্ব

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা বলেন, আমি কয়েক মাস আগে এ উপজেলায় এসেছি, বিষয়টি আমার জানা নেই।

গঙ্গাচড়ায় কাগজে-কলমে চারা রোপণ, বাস্তবে নেই অস্তিত্ব
ছবি: সংগৃহীত

নির্মল রায় ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় রংপুরের গঙ্গাচড়ায় ৪ হাজার তাল গাছের চারা রোপণ করা হলেও বাস্তবে খুঁজে পাওয়া যায়নি এর অস্তিত্ব। রংপুর জেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ৪ হাজার চারা রোপণের তথ্য নিশ্চিত করলেও গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে চারা রোপণের কোনো তথ্যই পাওয়া যায়নি।
জানা যায়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারাদেশে তাল গাছের চারা রোপণের উদ্যোগ নেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে এ উপজেলায় ৪ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়। তবে গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে চারা রোপণের কোন তথ্যই পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, আমি কয়েক মাস আগে এ উপজেলায় এসেছি, বিষয়টি আমার জানা নেই।
রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু তাহের মোঃ আখতারুজ্জামান গঙ্গাচড়া উপজেলায় ৪ হাজার তাল গাছের চারা রোপণের তথ্য নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তাল গাছ লাগানোর। সে ক্ষেত্রে আমাদের বলা হয়েছে কৃষি বিভাগের পরামর্শে গাছ লাগাতে। ২০১৯-২০ অর্থবছরে আমরা যেসব গাছ লাগিয়েছি, তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গঙ্গাচড়ায় কাগজে-কলমে চারা রোপণ, বাস্তবে নেই অস্তিত্ব
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর) ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় রংপুরের গঙ্গাচড়ায় ৪ হাজার তাল গাছের চারা রোপণ করা হলেও বাস্তবে খুঁজে পাওয়া যায়নি এর অস্তিত্ব। রংপুর জেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ৪ হাজার চারা রোপণের তথ্য নিশ্চিত করলেও গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে চারা রোপণের কোনো তথ্যই পাওয়া যায়নি।
জানা যায়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারাদেশে তাল গাছের চারা রোপণের উদ্যোগ নেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে এ উপজেলায় ৪ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়। তবে গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে চারা রোপণের কোন তথ্যই পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, আমি কয়েক মাস আগে এ উপজেলায় এসেছি, বিষয়টি আমার জানা নেই।
রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু তাহের মোঃ আখতারুজ্জামান গঙ্গাচড়া উপজেলায় ৪ হাজার তাল গাছের চারা রোপণের তথ্য নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তাল গাছ লাগানোর। সে ক্ষেত্রে আমাদের বলা হয়েছে কৃষি বিভাগের পরামর্শে গাছ লাগাতে। ২০১৯-২০ অর্থবছরে আমরা যেসব গাছ লাগিয়েছি, তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।