বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে: বাইডেন

বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে: বাইডেন

নিউজডোর ইন্টারন্যা্শনাল ডেস্ক ♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসন কাজ করা জন্য উন্মুখ হয়ে আছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে জো বাইডেন বলেন,  আমার প্রশাসন দুই দেশের সম্পর্ককে আরো গভীর করার জন্য আপনার সাথে কাজ করতে আগ্রহী, কারণ আমরা আগামীর সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলা করব। ওয়াশিংটনে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণকালে  মার্কিন প্রেসিডেন্ট লিখিত মন্তব্যে এসব কথা বলেন।   

মার্কিন প্রেসিডেন্ট ঢাকার সঙ্গে তাদের স্থায়ী অংশীদারত্বের কথা উল্লেখ করে গত ৫০ বছরে বাংলাদেশর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অসাধারণ অগ্রগতির প্রশংসাও করেছেন। প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন জো বাইডেন।