২০২৫ সালের মধ্যে ডিএসএলআর’কে বিদায় জানাবে স্মার্টফোন
নিউজডোর ডেস্ক ♦ ২০২৫ সালের মধ্যে ডিএসএলআর কে বিদায় জানিয়ে দেবে স্মার্টফোন। কি অবাক হচ্ছেন? এটা কিভাবে সম্ভব! এ বিষয়ে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি বলছে, ফোনের ক্যামরোগুলি দিন দিন আরও উন্নত হতে থাকবে এবং ৩ বছরের মধ্যে স্মার্টরেফানের ক্যামেরায় ডিএসএলআর’ এর চেয়েও ভালো ছবি তোলা সম্ভব হবে।
সনির বলছে, ২০২৪ সালের দিকে স্মার্টফোন থেকে পাওয়া গুণগত মান তাদের প্রতিদ্বন্দ্বি ডিজিটাল সিঙ্গেল-লেন্স-রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরাকে ছাড়িয়ে যাবে।
জাপানী গণমাধ্যম নিক্কেই’এর এক প্রতিবেদন অনুযায়ী ব্রিফিংকালে সনি সেমিকন্ডাক্টর সলিউশনস (এসএসএস);র প্রেসিডেন্ট এবং সিইও তেরুশি শিমিজু বলেন, আমরা আশা করি স্মার্টফোন থেকে পাওয়া স্টিল ফটোগুলো আগামী কয়েক বছরের মধ্যে ডিএসএলআর ক্যামরার ছবির মানকেও অতিক্রম করবে।